ভিভো Y20 মূল্য বাংলাদেশে কত | Vivo Y20 Price in Bangladesh 2023
ভিভো Y20 মূল্য বাংলাদেশে কত | Vivo Y20 Price in Bangladesh 2023
Vivo Y20 Price in Bangladesh 2023 - আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ভিভো Y20 মূল্য বাংলাদেশে কত। অর্থাৎ ভিভো Y20 মোবাইলের বাংলাদেশে দাম কত। বাংলাদেশ মোবাইলফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এ মোবাইল তৈরিতে বাংলাদেশে রয়েছে অনেক স্বনামধন্য কোম্পানিগুলো যাদের মধ্যে একটি কোম্পানির নাম হচ্ছে Vivo। Vivo অনেকগুলো অনেকগুলো নতুন নতুন মোবাইল তৈরী করে থাকে। তেমনিভাবে Vivo বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।
আরো পড়ুন: ভিভো V20 বাংলাদেশে দাম কত
ভিশন রাইস কুকার ৩ লিটার প্রাইস ইন বাংলাদেশ
ভিশন রাইস কুকার ১.৮ প্রাইস ইন বাংলাদেশ
Vivo Y20 মোবাইলের সম্পূর্ণ তথ্যাবলী
রিলিজ ডেট: ২৮ আগস্ট, ২০২০
রং কেমন: অবসিডিয়ান ব্ল্যাক, ডন হোয়াইট
নেটওয়ার্ক: 2G, 3G, 4G
সিম-কার্ড: ডুয়াল ন্যানো সিম
ডিসপ্লে সাইজ ও রেজুলেশন:
মোবাইলে ডিসপ্লে রয়েছে ৬.৫১ ইঞ্চি এবং ডিসপ্লে রেসুলেশন HD+ 720 x 1600 পিক্সেল (270 ppi)
ক্যামেরা:
Vivo Y20 মোবাইলে পিছনে রয়েছে ত্রিপল 13+2+2 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং ফুল এইচডি 1080p
Vivo Y20 মোবাইলে সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং ফুল এইচডি 1080p
Vivo Y20 মোবাইলের পারফরম্যান্স
Vivo Y20 মোবাইলে প্রসেসর রয়েছে অক্টা-কোর ১.৮ GHz ও জিপিইউ রয়েছে এডরেনো 610 । এই মোবাইলটিতে আরো রয়েছে চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 (11 এনএম) । অপারেটিং সিস্টেম রয়েছে এন্ড্রোইড ১০।
Vivo Y20 মোবাইলের স্টোরেজ:
Vivo Y20 মোবাইলে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম
ব্যাটারি:
Vivo Y20 মোবাইলে ব্যাটারি রয়েছে লি-পো ৫০০০mAh (অ-অপসারণযোগ্য) এবং 18W দ্রুত চার্জিং
ভিভো Y20 মূল্য বাংলাদেশে কত | Vivo Y20 Price in Bangladesh 2023
Vivo Y20 মোবাইলটির বাংলাদেশে অফিসিয়াল দাম ১৩,৯৯০ টাকা (৪জিবি+৬৪জিবি)
Vivo Y20 মোবাইলটির মোবাইলটির সাথে পাচ্ছেন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম। এই মোবাইলের দাম যদি আপনার বাজেটের মধ্যে থাকে অথবা আপনার বাজেট যদি ১৩,৯৯০ টাকা বা তার বেশি থাকে তাহলে আপনি নিজের জন্য এই মোবাইলটি ক্রয় করতে পারেন।
Vivo Y20 মোবাইলটির সকল ভালো দিক
✔️ 6.51" Full HD+ Display
✔️ 4GB Ram & 64GB ROM
✔️ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে
✔️ 5000mAh ব্যাটারি
✔️ সুন্দর নকশা
Vivo Y20 মোবাইলটির সকল মন্দ দিক
❌ Super AMOLED ডিসপ্লে নেই
❌ গোরিলা গ্লাস স্ক্রিন সুরক্ষা নেই
শেষ কথা:
মার্কেটে কোনো প্রোডাক্টের দাম স্থির নয়। বিশেষ করে মোবাইলের দাম সর্বক্ষণই উঠানামা করে। তাই ভিভো Y20 মোবাইলটি ক্রয় করার পূর্বে আপনার পার্শবর্তী শোরুম থেকে কিংবা মোবাইলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিভো Y20 মোবাইলটির সর্বশেষ দাম জেনে নিবেন।